শেরপুরে শিশুকে বলাৎকার \ থানায় অভিযোগ
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরের আমিনপুর কেরানী বাজারে ফুঁসলিয়ে এক শিশুকে বলাৎকারের ঘটনায় গত রোববার শেরপুর থানায় লম্পট গ্রাম্য হাতুড়ে ডাক্তার আকবর আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের ঐ শিশু গত রোববার দুপুরে আমিনপুর কেরানী বাজারে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের মৃত শমসের আলীর ছেলে লম্পট গ্রাম্য হাতুড়ে ডাক্তার আকবর আলীর তাকে চকলেট খাওয়ানোর কথা বলে ফুঁসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে। শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের কাছে বিষয়টি জানায়। পরিবারের লোকজন আলোচনা করে গত রোববার বিকালে শেরপুর থানায় তার পিতা ইছা মিয়া বাদি হয়ে আকবর আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃস্টি হয়। তবে ঘটনার পর থেকে লম্পট হাতুড়ে ডাক্তার আকবর আলী বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তালা লাগিয়ে আত্ম গোপনে রয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর অভিযোগের কথা স্বীকার করে বলেন, ওই কথিত ডাক্তারের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।