fbpx
শেরপুর

শেরপুরে জনসচেতনতামূলক আলোচনা সভা

বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে কুন্দারহাট হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০ জানুয়ারী দুপুর সাড়ে ১২টায় শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে প্রকৌশলী আলহাজ¦ মোয়াজ্জেম হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো: শহিদ উল্লাহ্ ।
শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক আলহাজ¦ মো: আজিজার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজে উপদেষ্টা ও অবসর প্রাপ্ত লে. কর্নেল মো: ইউসুফ আলী, সিনিয়র সহকারি পুলিশ সুপার হাইওয়ে বগুড়া সার্কেল মো: রায়হান ইবনে রহমান, শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মিঞা। এছাড়াও উপস্থিত ছিলেন, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক ইয়ামিন উদ্দৌলা, শেরপুর ট্রফিক ফাঁড়ি টি আই জাহিদ হোসেন, কুন্দারহাট থানা হইওয়ে পুলিশ এসআই জায়েদ হোসেন (জাহিদ), শেরপুর ট্রফিক ফাঁড়ি সার্জেন্ট মুঞ্জুরে মাওলা, ওমর ফারুক প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে বাল্য বিয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। মিথ্যা, গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন। সকল অপরাধ মুলক কর্মকান্ড থেকে দুরে থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ মুক্ত হিসেবে গড়ে তুলতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eight =

Back to top button
Close