১৯ আগস্ট বগুড়া প্রেসক্লাবের সাধারণ সভা জাতীয় শোক দিবসের কর্মসূচি গ্রহণ
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় জাতীয় শোক দিবসের কর্মসূচি গ্রহণসহ সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। সংগঠনের সহ-সভাপতি আব্দুল মোত্তালিব মানিকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। সভায় আগামী ১৯ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এসএম কাওসার, কোষাধ্যক্ষ আবুল কালম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জে এম রউফ, নির্বাহী সদস্য আব্দুস সালাম বাবু, আমজাদ হোসেন মিন্টু, সাজ্জাদ হোসেন পল্লব, তোফাজ্জল হোসেন, মেহেরুল সুজন প্রমুখ। সভায় তকিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। (খবর বিজ্ঞপ্তির)