শেরপুরে অবৈধ বালু উত্তোলন হুমকিতে ফসলি জমি
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি )
আইনের প্রতি বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলি নয়াপাড়া এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন এতে হুমকির মুখে পড়ছে নদীর তীরবর্তী গ্রামের শত শত বিঘা ফসলি জমি।
এদিকে বালু উত্তোলন অব্যাহত থাকলে যে কোন সময় আশেপাশের আরো অনেক ফসলি জমি দেবে যেতে পারে -এমন আশংকার কথাই জানিয়েছেন ওই গ্রামের ভুক্তভোগীরা।
সরেজমিন গিয়ে জানা যায়, বালু তোলার বিষয়ে সরকারীভাবে কোন অনুমতি নেই জেনেও বালু তোলার কাজ চালিয়ে যাচ্ছে খানপুর ইউনিয়নে গজারিয়া গ্রামের ইঞ্চির ছেলে রুবেল, আবুল হোসেনের ছেলে রাজু, শাহজাহানের ছেলে মিলন। উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলি গ্রামের নয়াপাড়া এলাকায় বাঙ্গালী নদীতে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি জানান, প্রভাবশালী হওয়ায় আইনের তোয়াক্কা না করে জোরপূর্বক নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আমাদের আবাদি জমি ও ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে তারা নানা হুমকি-ধামকি দিচ্ছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ প্রসঙ্গে রাজু ও রুবেল জানান, আমরা আমাদের জমি থেকে বালু উত্তোলন করছি কাউকে কোন কিছু বলতে হবে না।
এ ব্যাপারে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত শেখ জানান, বিষয়টি আমার জানা নাই, এ বিষয়ে অভিযোগ পায়নি, তবে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।