শেরপুরে শত্রæতা করে সেচপাম্প ভাংচুর ও আগুনদিয়ে পুড়ে ফেলেছে
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি) :
বগুড়ার শেরপুরে শত্রæতা করে সেচপাম্প, মেশিন, পাইফ, টিউবয়েল ভাংচুর ও আগুনদিয়ে পুড়ে ফেলার অভিযোগ উঠেছে ভাদড়া পূর্বপাড়া গ্রামের মৃত মহসিনের বিরুদ্ধে।
জানাযায়, শুক্রবার দিবাগত রাত ৯টায় ভাদড়া পূর্বপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সায়েম হোসেন তার নতুন সেচ পাম্প দিয়ে জমিতে পানি সেচ করে বাড়িতে চলে যায়। রাতের কোন এক সময় মহসিন সেচপাম্প, মেশিন, পাইফ, টিউবয়েল ভাংচুর করে আগুনদিয়ে পুড়ে ফেলে। ভোরে সায়েম জমিতে পানি সেচ করার জন্য আসলে সেচপাম্প, মেশিন, পাইফ, টিউবয়েল ভাংচুর ও আগুনে পোড়া দেখতে পায়। সায়েম এমন অবস্থা দেখে মহসিনের বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়।
এ প্রসঙ্গে সায়েম বলেন, কিছুদিন পূর্বে মহসিন তার সেচ মেশিনে জমিগুলো চাষ করতে বলে এতে আমি রাজি না হওয়ায় সে আমার উপর ক্ষিপ্ত হয়। আমি নতুন করে সেচ মেশিন বসানোর কারণে সে এ ঘটনা ঘটিয়েছে।