শেরপুরে ধানের চারার সাথে শত্রæতা!
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি)
বগুড়ার শেরপুরের বাগড়া চকপোতা গ্রামে ইরি-বোরো ধানের চারা রাতের অন্ধকারে কে বা কাহারা গত শুক্রবার রাতে ঔষধ দিয়ে নষ্ট করেছে। ধানের চারা নষ্ট করায় ভুক্তভোগী কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে হোসেন আলীর ছেলে গোলাম মোস্তফা ও একই গ্রামের মৃত ইউসুব আলী ফকিরের ছেলে আলতাফ আলী জমিতে ধানের চারা রোপন করতে কিছুদিন পূর্বে বীজতলা তৈরী করেন। ধানের চারাগুলো বেশ বড় হয়ে উঠেছে। এরই মধ্যে কে বা কাহারা গত শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় তাদের বীজতলায় ঔষধ দিয়ে নষ্ট করে দেয়। এ ব্যাপারে কৃষক আলতাফ আলী বলেন, যে বীজতলা করা হয়েছিল সেখানকার চারা দিয়ে অন্তত ২৫-৩০ বিঘা জমিতে চারা রোপন করা যেত। কিন্তু শুক্রবার রাতে কে বা কাহারা এমন শত্রæতা করে জমির ধানের চারা গুলো নষ্ট করে দিয়েছে। কৃষক গোলাম মোস্তফা বলেন, ফসলের সঙ্গে শত্রæতার ঘটনাটি অমানবিক। এমন ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকে না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া দাবি জানান।