শেরপুরে ট্রাক চাপায় নিহত-১
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধনকুন্ডি এলাকায় মসজিদে নামাজ পরে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত দ্রæত গতির ট্রাক চাপায় সাইদুর রহমান (৫০) নামের বৃদ্ধ মৃত্যু হয়েছে।
জানা গেছে, গাইবান্দা জেলার সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সাইদুর রহমান সঙ্গীয় লোকজন নিয়ে গাড়ি ভাড়া করে গতকাল বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার ২য় পর্বে যাচ্ছিল। বাসটি ধুনকুন্ডি এলাকায় একটি হোটেলে খাবারের জন্য দুপুরের বিরতি দেয়। বাস থেকে নেমে সাইদুর রহমান রাস্তারপূর্বপার্শ্বে মসজিদে নামাজ আদায় করে দুপুর পৌণে ২টার দিকে হোটেলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী অজ্ঞাত দ্রæত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।