শেরপুরে পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিলসহ চালক ও হেলপার আটক
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) বগুড়ার র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় গতকাল রোববার সকালে পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে ফেন্সিডিলসহ সাকের আহম্মেদ হিতু (৪০) ও হেলপার মো. আবু হাশেম (২৯) কে আটক করেছে।
র্যাব জানায়, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মধুপুর পঁচিশা গ্রামের মৃত ওসমান গনির ছেলে সাকের আহম্মেদ হিতু ও হেলপার একই উপজেলার বিশনাইপাল গ্রামের মো. মাজেম আলীর ছেলে মো. আবু হাশেম কুড়িগ্রাম থেকে ট্রাকে (ঢাকা মেট্রো ট ২২-৫৬১৪) পাথর বোঝাই করে জামালপুর যাচ্ছিল। এ সময় র্যাব-১২ এর সদস্যরা গোপন সংবাদ পেয়ে শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। ১২ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৬টার দিকে পৌছালে র্যাব সদস্যরা ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে পাথরের নিচে একটি চটের বস্তায় রাখা ৩’শ ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ট্রাক চালক ও হেলপারকে আটক করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাব-১২ এর পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।