fbpx
শেরপুর

শেরপুরে বিদ্যুতের খুঁটির চাপায় ১ শ্রমিক নিহত

বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ শেরপুর অঞ্চলের আওতায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন করতে বায়জিদ (১৬) নামের এক কিশোর শ্রমিক প্রাণ হারায়। এ দৃশ্য দেখে পিতা আব্দুল মান্নান ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়।
১২ জানুয়ারি রবিবার বেলা ২টার দিকে শেরপুরের কুসুম্বী ইউনিয়নের গোশাইবাড়ী বটতলা এলাকায় বৈদ্যুতিক স্থাপন করার সময় এ ঘটনা ঘটে। মৃত কিশোর বায়জিদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার চন্ডিবর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বৈদ্যুতিক খুঁটির স্থাপনের কাজে সহকারি শ্রমিক আশরাফুল জানায়, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ শেরপুর অঞ্চলের আওতায় উপজেলার বিভিন্ন গ্রামে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি রবিবার বেলা ২টার দিকের শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোশাইবাড়ী বটতলায় এলাকায় খুঁটি স্থাপনের কাজ চলছিল। খুঁটি পোতার কাজে পিতা মান্নান ও ছেলে বায়োজিদ অন্যান্য কর্মীদের মতই অংশগ্রহন করে। খুটি স্থাপনের পূর্ব মূর্হুতে মাটি খনন করে খুঁটিটি উপরের দিকে তুললে হঠাৎ খুঁটি গড়ে এসে বায়োজিদের মাথার উপর পড়লে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তৎক্ষনাৎ অন্যান্য সহযোগি শ্রমিকরা তাকে উদ্ধার করে বেলা পৌনে ৩টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মওদুদ আদনান তাকে মৃত ঘোষণা করে। এদিকে চোখের সামনে ছেলের অবস্থা দেখে ঘটনাস্থলেই পিতা আব্দুল মান্নান মূর্ছা যায় বলে ওই সহকারি শ্রমিক জানান।
এ ব্যাপারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ শেরপুর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ফখরুল আলম বলেন, খুঁটি স্থাপন ও সরবরাহ করা এটাতো ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ। এ বিষয়ে আমার অফিস দায়বদ্ধ না। তবে খুঁিট স্থাপনের সময় অসাবধানতাবশত: ওই কিশোর শ্রমিক মারা গেছে বলে আমি নিশ্চিত হয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

fourteen − four =

Back to top button
Close