শেরপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী শাহিন আলমকে (২১) গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে বগুড়া সরকারি শাহ সুলতান বিশ^ বিদ্যালয় কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র শাহীন আলম পরকিয়া প্রেমের কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় সূত্রাপুর আখেরীপাড়া গ্রামের ট্রলি চালক শহিদুল ইসলামকে হত্যা করে লাশ গুম করার জন্য শরীরে ইট বেধে নদীর পানিতে ডুবে রেখে উল্টো অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে শেরপুর থানায় তার চাচা হাফিজুর রহমানকে বাদি করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে গত বৃহস্পতিবার দুপুরে শহিদুলের লাশ উদ্ধার হওয়ার পর থেকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শাহিন আলম পালিয়ে ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে ঘোরাফেরা করার সময় শেরপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে গত শুক্রবার মধ্য রাতে সেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, হত্যা মামলার ১ নং আসামী শাহিন আলমকে ও নিহতের স্ত্রী সালমাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।