fbpx
শেরপুর

শেরপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে নিখোঁজের ৩ দিন পর বাঙ্গালী নদী থেকে শহিদুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাঙ্গালী নদীর সুত্রাপুর এলাকায় জেলারা মাছ ধরার সময় জালের সঙ্গে ঐ যুবকের লাশ উঠে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সালমা বেগম (২৮) কে আটক করা হয়েছে।
নিহত শহিদুলের নিকট আত্মীয় আলমাছ ও রমজান আলী জানান, গত ৩দিন আগে স্ত্রী সালমা খাতুন সন্ধ্যা ৭টার দিকে নদীর ঘাট থেকে শহিদুলকে পানি আনতে বলে। পানি আনতে গিয়ে শহিদুল আর বাড়ি ফেরেনি। পরে গতকাল নদীতে তার লাশ পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, স্থানীয় যুবক শাহীনের সাথে নিহত শহিদুলের স্ত্রী সালমা বেগমের দীর্ঘদিন যাবত পরকিয়া সম্পর্ক চলে আসছিল। গত কয়েক মাস পূর্বে শাহিন (২১) সালমাকে নিয়ে ঢাকায় চলে যায়। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় শহিদুল ও স্ত্রী সালমা পুনরায় সংসার শুরু হয়। শহিদুল ও সালমা দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা পরকিয়ার জের ধরে শহিদুলকে হত্যা করা হয়েছে। ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

16 − 7 =

Back to top button
Close