শেরপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির কম্বল বিতরণ
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি শেরপুর উপজেলা শাখার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার ৮ জানুয়ারী দুপুর ১২টা শেরপুর হাসপাতাল রোড বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি শেরপুর উপজেলা শাখার কার্যালয়ে অত্র সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র সমিতির সহ সভাপতি আব্দুর রাজ্জাক খান, জয়নাল আবেদীন, সামসুর রহমান, নূরুল হুদা প্রমুখ।