বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
‘বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মুল শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্ধোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
মঙ্গলবার ৭ জানুয়ারী সকাল ১১টা শেরপুর উপজেলা চত্ত¡রে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিন ব্যাপি ৪১ তম এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আ:লীগের সহ-সভাপতি মুন্সী সাইফুল বারী ডাবলু, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আামির হামজা, সহকারী শিক্ষা অফিসার ওবাইদুর রহমান, শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, শেরপুর সরকারি ডি, জে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন, কেল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ। মেলায় ষ্টল বরাদ্দ নিয়েছেন শেরপুর উপজেলার উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠাগুলো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক আধুনিক প্রযুক্তির নানা উপকরণে ষ্টল সাজিয়ে দর্শকদের আকৃষ্ট করছেন।