fbpx
সারাদেশ

শেরপুরে পাবলিক ও পরিবহন প্লেসে মাদক বিরোধী লিফলেট, স্টিকার বিতরণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে মধ্য দিয়ে পাবলিক ও পরিবহন প্লেসে মাদক বিরোধী স্টিকার বিতরণ করা হয়েছে।সোমবার ৬ জানুয়ারী সকাল ১১টায় শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক ও পরিবহন প্লেসে মাদক বিরোধী স্টিকার বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামসেদ আলাম রানা, উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আঃলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, শেরপুর সরকারি ডিজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার উদ্দিন, শেরপুর আলিয়া মাদ্রাসার শরীর চর্চ শিক্ষক মাহমুদুল্লাহ শাফি, শেরপুর টাউন কলোনী এ.জে.উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মকবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউটদল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Back to top button
Close