সারাদেশ
শেরপুরে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে মটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ওমর ফারুক (৩০) নামে এক যুবক ঘটনাস্থলে মারা যায়।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের কাফুড়া পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান প্রামাণিকের ছেলে ওমর ফারুক শেরুয়া বটতলা এলাকায় কাজ শেষ করে মটরসাইকেল নিয়ে শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে বাড়ি ফিরছিল। শেরুয়া বটতলা তিন মাথা এলাকায় পৌণে ১টার দিকে পৌছালে বগুড়াগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।