শেরপুর
শেরপুরে ট্রাক ও কোচ মুখোমুখি সংঘর্ষ নিহত -১, আহত -১১
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি) শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ররোয়া এলাকায় আলুভর্তি ট্রাক ও কোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। ২ ডিসেম্বর বৃহঃবার দিবাগত রাত ১টা ভবানীপুর ইউনিয়নের ররোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় ঢাকা থেকে ছেড আসা এসবি ট্রাভেলস এর কোচ বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আলু ভর্তি ট্রাক ভবানীপুর ইউনিয়নের ররোয়া এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার নিহত হয় এবং কোচের ১১ জন গুরুতর আহত হয়। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মোহাম্মদ রতন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।