শেরপুর অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলড্রেস, হুইলচেয়ার ও নতুন বই বিতরণ
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) সারাদেশের ন্যায় শেরপুর শীত উপেক্ষা করে বছরের শুরুতে অটিজম শিক্ষার্থীদের হাতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হুইলচেয়ার ও নতুন বই বিতরণ করা হয়েছে । বুধবার সকাল দশটায় শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এর আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান। প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি কোরবান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, থানা অফিসার ইনচার্জ হমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন , মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক, সমাজসেবা অফিসার ওবায়দুল হক, শিক্ষা অফিসার মিনা খাতুন, সহকারী শিক্ষা অফিসার ওবায়দুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার মাহবুবুর রহমান পিআই ও মমিনুল ইসলাম