fbpx
শেরপুর

শেরপুরে অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ব্যাংকের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুর উপজেলায় অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ব্যাংকের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১জানুয়ারী) দুপুরে শহরের স্থানীয় ধুনটমোড় এলাকাস্থ একটি চাইনিজ রেস্তোরায় অগ্রণী ব্যাংক শেরপুর শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অত্র শাখা ব্যবস্থাপক কৃষিবিদ মো: খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের ডিজিএম ও বগুড়া অঞ্চলের প্রধান শেখ আকরাম উদ্দিন। স্থানীয় শাখার সিনিয়র অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের বগুড়া আঞ্চলের সহকারী মহা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, শেরপুর বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম হিরু। এছাড়া অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, শেরপুর থানা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ব্যবসায়ী আব্দুর রহমান, সুলতান মাহমুদ, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল মান্নান, আইয়ুব আলী, নাহিদ আল মালেক, দীপক কুমার, শফিকুল ইসলাম শরীফ, আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ১৯৮৩ সালে শেরপুর উপজেলায় রুপান্তরিত হলেও এখানে অগ্রণী ব্যাংকের কার্যক্রম শুরু হয় ১৯৬৬ সালে। এ উপজেলায় অগ্রণী ব্যাংকের তিনটি শাখা রয়েছে। বর্তমানে এসব শাখায় ব্যাংকের মোট বিনিয়োগ ৩৭.৫১ কোটি টাকা। এর মধ্যে শুধু কৃষিতে বিনিয়োগ ৭.১৬ কোটি টাকা। এছাড়া কৃষির বিভিন্ন খাতসহ অন্যান্য ব্যবসায়িক খাতে বিনিয়োগ বিনিয়োগ রয়েছে ৩০.৩৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটি সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে সুনাম অর্জন করেছে বলে বক্তারা দাবি করেন। উক্ত মতবিনিময় সভায় ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − five =

Back to top button
Close