শেরপুর
শেরপুরে কোচের চাপায় পিষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদহ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কোচের চাকায় পিষ্ট হয়ে জহুরা খাতুন নামের এক গৃহবধু ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গতকাল ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের তালপট্টি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী জহুরা বেগম (৫০) ব্যাক্তিগত কাজে গাড়িদহ বাজারে যায়। কাজ শেষে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পারাপার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি দ্রতগতির কোচ (অজ্ঞাত) তার উপর দিয়ে চলে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মৃত্যুর সনদ নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।