শেরপুরে মহিপুর উচ্চ বিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
শেরপুর মহিপুর উচ্চ বিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে অগ্রণী ব্যাংক লিঃ প্রধান কার্যালয়ের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাপটপ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. ফরজ আলী । এ সময় প্রধান অতিথি অগ্রনী ব্যাংকের পরিচালক জনাব ফরজ আলী এই নতুন কম্পিউটার ল্যাব যথাযথ সদ্ব্যবহারের জন্য বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন এই ল্যাব থেকে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীদের লেখাপড়া ও গবেষণায় অনেক উপকৃত হবেন । ডিজিটাল ও তথ্য প্রযুক্তি শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনাব ফরজ আলী বলেন মানসম্মত পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে এই বিদ্যালয়টিতে আধুনিক স্থাপন করা হলো । বিশ্বায়নের যুগে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা যাতে আন্তর্জাতিক মানের কম্পিউটার জ্ঞান অর্জন ছাডাও শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে কম্পিউটার সংশ্লিষ্ট কাজ করতে পারবেন। অগ্রণী ব্যাংকের এটি তার একটি প্রযাস। ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের শেরপুর শাখা ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ খাদেমুল ইসলাম এসপিও, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সেলিনা আক্তার, শিক্ষক মিজানুর রহমান, আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ