ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, বিভিন্ন মসজিদ, মন্দিরে আর্থিক অনুদান প্রদান ও হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও টিউবয়েল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান প্রমূখ।