fbpx
শেরপুর

শেরপুরে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করতে হবে -মজিবর রহমান মজনু

বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়া জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (১৭ডিসেম্বর) বেলা ১১টায় শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে স্থানীয় উপজেলা পরিষদের কার্যালয়ে তাঁকে এই সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু ও সাধারণ সম্পাদক সুজিত কুমার বসাকের নেতৃত্বে কমিটির নেতারা এই জেলা আ.লীগ সভাপতিকে ফুলেল সংবর্ধনা জানান। একইসঙ্গে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির কার্যক্রম তুলে ধরেন। বিশেষ করে অসহায়-নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, আন্দোলনের মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ, নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অব্যাহত কর্মসূচি পালন ছাড়াও মহান মুক্তিযুদ্ধের চেতনা আগামি প্রজন্মের ছড়িয়ে দিতে আলোচনসভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।
পরে সংগঠনটির ভূয়সী প্রশংসা করে আ.লীগ নেতা মজিবর রহমান মজনু বলেন, দেশ ও জাতির কল্যাণে একযোগে সবাইকে কাজ করতে হবে। বর্তমান সরকার সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করেছেন। তাই জাতি-ধর্ম,বর্ণ নির্বিশেষে দেশের সব জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। যার যে অধিকার তা সমানভাবে ভোগ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে-উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে আ.লীগ সরকারকে সহযোগিতা করতে হবে।
উক্ত অনুষ্ঠানে নাগিরক স্বার্থ সংরক্ষণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, কোষাধ্যক্ষ শাহ জামাল কামাল, সদস্য আখতার উদ্দিন বিপ্লব, সুদেব চন্দ্র পাল, ফারুক হোসেন, নাহিদ আল মালেক, আপেল মাহমুদ আশকারী, আব্দুল হালীম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

twenty − 3 =

Back to top button
Close