fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বিইউজে’র আলোচনা সভায় বক্তারা বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী শক্তি নতুনভাবে আবির্ভূত হয়েছে

বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): মহান বিজয় দিবসে বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী শক্তি নতুনভাবে আবির্ভূত হয়েছে। তারা দেশের আইন ও বিচার বিভাগকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। তারা এই বিজয়ের মাসেই মানবতা বিরোধী অপরাধে ফাঁসির আসামীকে ‘শহীদ’ আখ্যা দেওয়ার সাহস দেখিয়েছে। এই চক্রকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধে পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সোমবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সাবেক সহসভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে’র নির্বাহী সদস্যআরিফ রেহমান, বিইউজে’র সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধাআব্দুল মোত্তালিব মানিকসহ শফিউল আযম কমল, এসএম কাওসার, গৌরব চন্দ্র দাস, ইলিয়াস হোসেন, ফরহাদ শাহী, সাজ্জাদহোসেন পল্লব, খায়রুল আহসান প্রমুখ।আলোচনা সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিটনিরবতা পালন করা হয়। এর আগে বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =

Back to top button
Close