ধুনটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এরপর বগুড়া-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, ধুনট উপজেলা প্রশাসন, ধুনট উপজেলা পরিষদ, ধুনট উপজেলা আওয়ামীলীগ, ধুনট মডেল প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং গণকবর জিয়ারত করেন। সকাল ৯টায় ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও স্মার্ট কার্ড বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ প্রমূখ।