bograsangbad_Logoবগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়নের খাঁরচক গ্রামের পুকুরের পানিতে পড়ে হোসাইন (২) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন শিশু হোসাইন দুপুরে পরিবারের সকলের অগোচরে বাড়ির বাহিরে যায়। এর পর তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বিকেলে বাড়ির পাশের পুকুরে তাকে ভেসে থাকতে দেখা গেলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতঃ ঘোষনা করে। এ ব্যাপারে বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন এর সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি পুকুরের পানিতে শিশু হোসাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)

মন্তব্য করুন

Please enter your comment!
আপনার নাম লিখুন