যথাযোগ্য মর্যাদায় বগুড়ার শাজাহানপুরে মহান বিজয় দিবস উদযাপিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : তোপধ্বনি, অমর বিজয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে মহান বিজয় দিবস উদ্ধসঢ়;যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, অফিসার্স ক্লাব, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিটি পুলিশিং কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, শাজাহানপুর সাংবাদিক ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিন ব্যাপি কর্মসূচি পালন করে। উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাহমুদা পারভীনের সভাপতিত্বে দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা লিজা, আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, থানার ওসি আজীম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান প্রমুখ।