বগুড়া জেলার সংবাদসোনাতলা
সোনাতলায় আলোর প্রদীপ সংগঠনের ত্রাণ বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় সামাজিক সংগঠন আলোর প্রদীপ-এর উদ্যোগে ও চাঁদপুরের আলোক কুঞ্জ ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন এলাকার বন্যার্ত দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সোনাতলার কাবিলপুরে অবস্থিত আলোর প্রদীপ সংগঠন কার্যালয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু,সাধারণ সম্পাদক ও সোনাতলা পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,প্রেসক্লাবের সাবেক আহবায়ক ইকবাল কবির লেমন, আলোক কুঞ্জ ফাউন্ডেশনের সংগঠক নাসির উদ্দিন সোহাগ,হামিদ মিয়াজী,হোসাইন ইকবাল,স্থানীয় সহকারী শিক্ষক মরিয়ম মুন্তাসিন, আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান এম.এম.মেহেরুল, সদস্য আব্দুল আলিম ও সাজেদুর আবেদীন শান্তসহ অনেকে।