আসাদুর রহমান দুলুকে আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়া শাজাহানপুরের আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় ুপ্রাঙ্গনে এই সংবর্ষনা প্রদান করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডেমাজানী সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের সহকারি অধ্যাপক আওরঙ্গজেবের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক পারভীন আক্তার বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, আড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিণ্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাস্টার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম, ফেরদৌস হোসাইন, ছাত্রলীগ নেতা শাহাদত সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, ছাত্র নেতা রাজিব, রিপন প্রমুখ।