দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ার তালোড়ায় ফ্রিজ কিনে স্ক্র্যাচকার্ডে বিনামূল্যে ফ্রিজ পেলেন ভাগ্যবান মঞ্জুর
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া রেলঘুমটি এলাকায় পৌরসভার গেটের সামনে অবস্থিত মেমার্স ভাই ভাই ট্রেডার্সে সিঙ্গার ফ্রিজ(২২৯লিঃ) কিনে স্ক্র্যাচকার্ড ঘুষে বিনামূল্যে আরেকটি সিঙ্গার ফ্রিজ (২২৯লিঃ) পেয়েছেন তালোড়া পৌর এলাকার খাড়িয়া নিশিন্দারা গ্রামের ভাগ্যবান মঞ্জুর প্রামানিক। বৃহস্পতিবার বিকেলে তাঁকে আনুষ্ঠানিকভাবে এ ফ্রিজটি তুলে দেন মেমার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিঃ বগুড়ার এ্যাসোসিয়েট টেরিটোরী ম্যানেজার (হোলসেল) আশরাফুল ইসলাম, কো-অর্ডিনেটর ইকতিয়ার উদ্দিন সহ আব্দুল কাদের চৌধুরী, আল মামুন, আব্দুল জলিল, মিজানুর রহমান প্রমুখ।