বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের কুশপুত্তলিকা দাহ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ আখ্যায়িত করায় বগুড়ার শাজাহানপুরে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের কুশপুত্তলিকা দাহ করেছে যুবলীগ নেতা-কর্মীরা। এসময় সম্পাদক আবুল আসাদের বিচার দাবীতে শ্লোগান দেন তারা। শনিবার বিকেলে উপজেলার বাবুর পুকুর গণকবরের সামনে এই কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে গণকবরে শায়িত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহমেদ, সিনিয়র সহ সভাপতি আলী ইমাম ইনোকী, দপ্তর সম্পাক আরীফ আজাদ পলাশ, সদস্য আপেল মাহমুদ, যুবলীগ নেতা রেজাউল করিম মহববত,
আরিফুর রহমান আকন্দ, আইয়ুব আলী, কাউসার, জনি, রকি, লাল মিয়া রিপন সহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।