নন্দীগ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার পীরের মুরিদ ৬ জন আটক
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : বগুড়ার নন্দীগ্রামে মাঠ থেকে আব্দুর রহিম ওরফে বল্টু নামের (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রাম পুলিশসহ ৬ জন পীরের মুরিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর একটার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহিম একই উপজেলার সিংজানি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। জানা গেছে, আব্দুর রহিম তিন দিন ধরে একই উপজেলার পদ্মপুকুর গ্রামের গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়াস উদ্দিন গেদা পাগলার মাজারে ছিল। সেখানে মাঝে মধ্যেই গান বাজনার আসর বসতো। শুক্রবার রাতেও সেখানে আসর বসে। ওই আসরে পীর মুরিদদের পাঁচজনের ছেলে-মেয়ের বিয়ে দেয়া হয়। সেই আসরে রহিম উপস্থিত ছিল। শনিবার মরদেহের উদ্ধারের পর পার্শ্বে একটি সাদা রং এর জ্যাকেট ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ নিহতের পরিচয় উদঘাটন করেন। মরদেহ উদ্ধারের পর পুলিশ গ্রাম পুলিশ সিদ্দিকুরের বাড়িতে গিয়ে দেখতে পায় তার পরিবারের সবাই আত্মগোপন করেছে। ওই বাড়িতে পালিয়ে যাওয়ার সময় পীরের মুরিদ তিনজন নারী ও দুই জন পুরুষসহ গ্রাম পুলিশ সিদ্দিকুর কে আটক করেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।