fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বগুড়া র‌্যাবের অভিযানে ০৯ জন ছিনতাইকারী গ্রেফতার।

বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ রওশন আলী, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১২ ডিসেম্বর ২০১৯ তারিখ ১৬.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট- ০২টি ধারালো ছুরি, ০২টি এন্ট্রি কার্টার, ০১টি প্লাস, ০১টি টেষ্টার, ০১টি স্ক্রু ড্রাইভার, ০১টি রেঞ্জ ডাল, ০৫টি ডাল, ১২টি ভাঙ্গা বেøড এবং ০৩টি মোবাইলসহ ছিনতাইকারী ১। মোঃ রাজু (২৪), পিতা-মোঃ নূর ইসলাম, সাং-দত্তবাড়ী, ০২। মোঃ মনা ব্যাপারী (৩৫), পিতা-মৃত টুকু ব্যাপারী, সাং-উত্তর চেলোপাড়া, ০৩। মোঃ লিমন মুন্সী (৩২), পিতা-মোঃ নান্নু মুন্সী, ০৪। মোঃ লিটন ব্যাপারী (৩২), পিতা-মৃত মোসলেম ব্যাপারী উভয়সাং-নারুলী পশ্চিম পাড়া, ০৫। মোঃ পলাশ প্রাং (৩০), পিতা-মোঃ পান্না প্রাং, সাং- বৃন্দাবন পাড়া, ০৬। মোঃ মোজাম্মেল ব্যাপারী (৩০), পিতা-মোঃ বুদা ব্যাপারী, সাং- চেলোপাড়া, ০৭। শ্রী রজন (২৮), পিতা স্বর্গীয় মদন, ০৮। মোঃ আরিফ সরদার (২৫), পিতা- মৃত মজিবর সরদার, ০৯। মোঃ তসলিম উদ্দিন (৩৫), পিতা-মোঃ ছলিম উদ্দিন, সর্ব সাং-উত্তর চেলোপাড়া, থানা ও জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল মর্মে জানা যায়। এদের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি ও ছিনতাইয়ের বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়।। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + four =

Back to top button
Close