বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার বিজয় দিবস উৎসব শুরু হচ্ছে আজ
বগুড়া সংবাদ ডট কম (এইচ আলিম, বগুড়া) : সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার তিনদিনের মহান বিজয় দিবস পালনে কর্মসূচি শুরু হচ্ছে আজ শরিবার। এদিনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলী, শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিকাল ৪টায় বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ খোকন পার্কে তিনদিনের বিজয় উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ১৫ ডিসেম্বর আলোচনা সভা, মুক্তির গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর বগুড়া শহীদ মিনারে সকাল ৮টায় শহীদদের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা শেষে সকাল ১০টা থেকে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জোটভুক্ত সকল সংগঠনের প্রতিনিধিবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।