তালোড়া পৌর এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়ার তালোড়া পৌর এলাকার ধানপূজা কমিউনিটি ক্লিনিক চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা করা হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় ও ডায়াবেটিস সমিতি বগুড়ার আয়োজনে ও অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল শুক্রবার সকালে তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল এ চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর কাউন্সিলর মারুফ হাসান তরফদার, সমাজ সেবক সাদিকুল ইসলাম মজনু, ধানপূজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খোকন হাসান তরফদার, বগুড়া ডায়াবেটিস সমিতির সহকারি পরিচালক মামুন হাসান, সিনিয়র হিসাব কর্মকর্তা সুরুজ্জামান সরকার, তালোড়া ডায়াবেটিস হাসপাতালের ইনচার্জ আলমগীর হোসেন, এলাকাবাসী আনারুল হক বাবুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জাকিরুল ইসলাম, গাইনী ডাঃ মোছাঃ রোকশানা বানু, ডায়াবেটিস ও সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আলী আজাদ মিলন প্রমুখ।