দুপচাঁচিয়া হানাদার মুক্তি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া হানাদার মুক্তি দিবস উপলক্ষে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে হানাদার মুক্ত দিবসের উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বেলার হোসেন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে) এর সভাপতি আমজাদ হোসেন মিন্টু। র্যালিতে ধারা বর্ণনা প্রদান করেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা সাংবাদিক এম, সরওয়ার খান, র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া জেলা মুজিব বাহিনীর(বিএলএফ) ডেপুটি ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম গেরিলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, সামছুদ্দিন আহম্মেদ, আব্দুল করিম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, থানার এসআই আব্দুস সালাম, দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, এলাকার গন্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।