পারতেখুর দাখিল মাদ্রাসায় সুধি সমাবেশ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পারতেখুর দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে বৃহস্পতিবার এক সুধি সমাবেশ মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সাইদুজ্জামান তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। মাদ্রাসার সুপার শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারি শিক্ষক মেজবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাণীরহাট স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ আবু জাফর আলী, বিহিগ্রাম এডিইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম ইয়াহ্ ইয়া, সাজাপুর ফুলতলা আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদত হোসেন, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, ইউপি সদস্য আব্দুল মালেক, আলমগীর হোসেন সহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।