বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
শাজাহানপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের রচনা, হাম্দ-না’ত ও ক্বিরাত প্রতিযোগিতা
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থীদের রচনা, হাম্দ/না’ত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ। ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক সাজেদুর রহমান সবুজ, যুগ্ম-আহ্বায়ক শাহাদত হোসেন, ইফা’র ফিল্ড সুপারভাইজার আসাদুজ্জামান প্রমুখ।