fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

বগুড়ার মহাস্থান গড়ে ইসলামী ব্যাংক পল­ী উন্নয়ন প্রকল্পের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত..

বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বুধবার বিকালে বগুড়ার গড় মহাস্থান শারমিন চাইল্ড এডুকেশন স্কুল হল রুমে ইসলামী ব্যাংক মহাস্থান গড় এসএমই/ কৃষি শাখার পল­ী উন্নয়ন প্রকল্পের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প পরিচালক এনামুল হকের পরিচালনায় উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার আব্দুল মাজেদ। তিনি বলেন বাংলাদেশের অনেক ব্যাংক রয়েছে। তাদের মধ্যে ইসলামী ব্যাংক অন্যতম। এ ব্যাংকের সেবার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জন্য পল­ী উন্নয়ন প্রকল্পের সকল সদস্যদের উচিৎ পরিবারের সদস্যদের বা ছাত্রদের নামে হিসাব খুলে নিরাপদে লেনদেন করা। প্রশিক্ষণ কার্যক্রমে কৃষির উপর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন রায়নগর ইউনিয়ন উপ- সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন প্রাণী সম্পদ বিষয়ক সীল সাম্মাদ আলী,মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি ও স্কুলের পরিচালক সাইদুর রহমান সাজু, ব্যাংকের প্রকল্প ফিল্ড অফিসার শফিকুল ইসলাম, আব্দুস সোবহান সহ প্রকল্পের গড় মহাস্থানেরর বিভিন্ন কেন্দ্রের সদস্যা বৃন্দ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Back to top button
Close