কাহালুতে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) :বুধবার বগুড়ার কাহালুর উচলবাড়িয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের আয়োজনে ও জাইকার সহযোগিতায় উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। উক্ত ক্যাস্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা ফারজানা পারভীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আরা খানম, পাইকড় ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মো. আব্দুল খালেক, উচলবাড়িয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ (শহীদ) প্রমূখ। উক্ত ক্যাস্পেইনে উপস্থিত ছিলেন পাইকড় ইউ পির সদস্যবৃন্দ, পাইকড় ইউনিয়নের মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষকা, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।