সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া তিনদিনের বিজয় দিবস উৎসব
বগুড়া সংবাদ ডটকম (এইচ আলিম, বগুড়া): সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া তিনদিনের মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি নিয়েছে। বিজয় দিবস পালনের কর্মসূচি শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর বগুড়া শহরের শহীদ খোকন পার্কে সকাল ৮টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও বিকালে প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে। ১৫ ডিসেম্বর আলোচনা সভা, মুক্তির গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর বগুড়া শহীদ মিনারে সকাল ৮টায় শহীদদের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা শেষে সকাল ১০টা থেকে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জোটভুক্ত সকল সংগঠনের প্রতিনিধিবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্য নির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বগুড়া থিয়েটারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীর সঞ্চালনায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও আলমগীর কবির, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রæ, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, শিরীন সুলতানা, আব্দুল আউয়াল। বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আসাহ হোসেনকে আহবায়ক করে একটি উপ কমিটিও গঠন করা হয়েছে।