কাহালুতে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজেন মাঠ দিবস অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনীর ব্রি ধান-৭৫ এর মাঠ দিবস কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজেন মঙ্গলবার বগুড়ার কাহালুর মুরইল ইউনিয়নের বড়মহর পোড়াপাড়ায় অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আ. ক. ম শাহরীয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী বনানী বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ মো. আবুল কাশেম আযাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মাসুদ রানা, উপ-সহকারী কৃষি অফিসার মাকছুদার রহমান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপ- সহকারী কৃষি অফিসার তপন কুমার রায়।