fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

বগুড়া সদরের গোকুল মানব কল্যান সংস্থার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত…

বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়া সদরে গোকুল দক্ষিণপাড়া (বিশ্বরোড সংলগ্ন) ১ম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সভাপতিত্ব করেন,আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান,সভাপতি বায়তুল হুদা জামে মসজিদ। সহসভাপতিত্ব করেন, আলহাজ্ব রেজাউল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী। মাহাফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় তিনি বলেন,কোরআন হাদিসের আলোকে প্রত্যেক মুসলমানকে ইসলামের পথে চলতে হবে।তাহলে আমাদের ঈমান মজবুত হবে। বিশেয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল জলিল,ক্যাশ ইনচার্জ,সোনালী ব্যাংক,শিবগঞ্জ শাখা,বগুড়া। মোঃ তোফাজ্জল হোসেন,পরিচালক রংধনু আইডিয়া স্কুল। মোঃ রাশেদুল ইসলাম(মৃদুল) সমাজ সেবক। ইঞ্জিঃ এ.এস.এম সোহেল,সভাপতি,গোকুল বালিকা সঃ প্রাঃ বিদ্যালয়,মিজানুর রহমান,পরিবহন ব্যবসায়ী। প্রধান বক্তব্য হিসাবে তাফসির পেশ করেন,বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও আন্তরর্জাতিক খ্যাত সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাফেজ মাওঃ মুফতি মাজহারুল ইসলাম(মাজহারী)ঢাকা। ২য় বক্তব্য হিসাবে তাফসির পেশ করেন,মাও মোঃ আমিনুর ইসলাম,খতিব, গোকুল কেন্দ্রিয় ঈদগাহ মাঠ। মাহফিলে সার্বিক সহযোগীতায় মোঃ সাজেদুল ইসলাম সুজন, ইউ.পি সদস্য ও প্রতিষ্ঠাতা পরিচালক গোকুল মানব কল্যাণ সংস্থা। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =

Back to top button
Close