কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুর কাইট যুব সমাজের আয়োজনে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের ৭ম অধিবেশন
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) :শুক্রবার রাতে বগুড়ার কাহালু সদর ইউনিয়নের কাইট যুব সমাজের আয়োজনে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের ৭ম অধিবেশন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন কাহালু সদর ইউ পির সাবেক সদস্য, কাইট জামে মসজিদের সভাপতি ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহিদুল ইসলাম (সুলতান)। উক্ত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু)। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সঞ্চালনায় ছিলেন কাহালু পৌরপাড়া খাদেমুল ইসলাম মাদ্ধসঢ়;রাসার সভাপতি আরিফুল ইসলাম(সোহাগ)।