শাজাহানপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে আগুনে পুড়ে তাবাস্সুম আকতার তমা নামে সাড়ে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তমা উপজেলার চোপীনগর সরদারপাড়ার রাজমিস্ত্রি তোতা মিয়ার কন্যা। শনিবার ভোর রাত ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজহাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়। তমার বড়আব্বা সাইদুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তমা তার সমবয়সি এক শিশুর সাথে পাশের বাড়িতে চুলার আগুনে পেঁয়াজের ফুলকা পুড়িয়ে খেতে যায়। এসময় হঠাৎ চুলার আগুন তমার জামাতে ধরে দাউদাউ করে জ্বলে উঠে। জামাতে আগুন জ্বলা অবস্থায় তমা বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে দৌড়ে বাহিরে এলে চিৎকার শুনে তমার মা দৌড়ে গিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। এসময় মেয়ের গায়ে লাগা আগুনে মায়ের হাত পুড়ে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় তমাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার ভোর রাত ৪টার দিকে তমা মৃত্যুর মুখে ঢলে পড়ে। থানার ওসি আজিম উদ্দীন জানান, ইউডি মামলা দায়েরের পর শিশুটির মরদেহ স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।