বগুড়ার শাজাহানপুরে যুবলীগ নেতার বাবার মৃত্যুতে শোক প্রকাশ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) :বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবীব তুষারের বাবা জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুবলীগ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঙ্গুইর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। শনিবার সকালে চাঙ্গুইর হাফেজিয়া ও ফোরকানিয়া মাদ্রায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর ভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শাজাহানপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ইমরান হোসেন, বর্তমান সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহমেদ, সাধারন সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, সিনিয়র সহ সভাপতি আলী ইমাম ইনোকী, যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, দপ্তর সম্পাদক আরীফ আজাদ পলাশ।