শাজাহানপুরে ৬ জুয়াড়– গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে জুয়া ও মাদকের আসর থেকে ৬ জুয়াড়–কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পারতেখুর সরদারপাড়ার খানাচুর রহমানের পুত্র জুয়েল (১৮), বাটু মিয়ার পুত্র রকি (১৭), হযরত আলীর পুত্র পলাশ (১৯), টুকু মিয়ার পুত্র রনি (১৮), মোজাম উদ্দিনের পুত্র কাজল মিয়া (২৪), সামছুর রহমানের পুত্র আব্দুল মমিন (১৯)। বৃহস্পতিবার গভীর রাতে থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার পারতেখুর সরদারপাড়ার নুরুন্নবী নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেন। স্থানীয়রা জানান, পারতেখুর সরদারপাড়ার মাজেদ আলীর পুত্র নুরুন্নবীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়াড় আসর বসে। এনিয়ে বেশ কিছুদিন আগে গ্রেফতারকৃত জুয়েলের বাবা খানাচুর রহমানের সাথে বাড়ির মালিক নুরুন্নবীর কথা কাটাকাটি হয়েছিল। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ হানা দিলে জুয়াড়–রা পালানোর চেষ্টা করলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। এসময় ধারালো অস্ত্র ও বাড়ির মালিক নুরুন্নবী সহ ৭জনকে আটক করে। পরে বাড়ির মালিক নুরুন্নবীকে ছেড়ে দিয়ে অন্য ৬জনকে আটক দেখিয়েছে পুলিশ। এদিকে থানার এসআই মাসুদ রানা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারতেখুর সরদারপাড়ার নুরুন্নবী নামে এক ব্যক্তির নির্মাণাধিন বাড়ি থেকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তারা মাদক সেবন ও তাস খেলছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়–রা পালানোর চেষ্টা করেছিল। কিন্তু কোন গুলি ছোড়া হয়নি এবং কোন ধারালো অস্ত্রও পাওয়া যায়নি। এমনকি বাড়ির মালিক নুরুন্নবী সেখানে ছিলেন না। শুক্রবার জুয়া আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।