শিবগঞ্জের মাঝিহট্টে শ্যামল বাংলা সংস্থা’র সেলাই প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির খেউনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্যামল বাংলা সংস্থার উদ্যোগে ১৭ জন নারীদের মাঝে সেলাই প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্যামল বাংলা সংস্থা (এসবিএস) নির্বাহী পরিচালক মোছাঃ শাহানারা খাতুন। প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বাংলদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি ঢাকার সাবেক চেয়ারম্যন মোঃ ওয়ারেছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামসুল আলম, শিবগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমান, বগুড়ার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সিঙ্গার বাংলাদেশ জেলা ম্যানেজার রুহুল কুদ্দুস। এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান ফকির, শ্যামল বাংলা সংস্থার উপদেষ্টা আব্দুল মান্নান, আব্দুস সালাম, মোঃ রুবেল হোসেন সহ অনেকে।