১ম বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০ ক্রিকেট ক্লাব অব মালতিনগর জয়ী
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): অদ্য ০৬/১২/২০১৯ তারিখের বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, দৈনিক প্রভাতে আলো এর পৃষ্ঠপোষকতায় ১ম বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় ক্রিকেট ক্লাব অব মালতিনগর ৬উইকেটে চকসুত্রাপুর যুব পরিষদকে পরাজিত করে। টসে হেরে চকসুত্রাপুর বয়েজ ক্লাব প্রথমে ব্যাট করে ২৮.৫ ওভারে (৩০ ওভারে ম্যাচ) ১০উইকেট হারিয়ে মাত্র ১৬৮করে। দলের পক্ষে সাগর-৪১, আরিফ-২৬, ফাহিম-২৪ রান করে প্রতিপক্ষের বোলার মোহন-৫টি, কাউছার-৩টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট ক্লাব অব মালতিনগর ২৮.৫ওভারে ৪উইকেটে হারিয়ে ১৬৯ রান করে। দলের পক্ষে মোহন-৬০, কাউছার- ২৮, আলো-২৩রান করে। প্রতিপক্ষের বোলার আশিক-২টি, আতিক-১টি উইকেট লাভ করে। ক্রিকেট ক্লাব অব মালতিনগরের মোহান ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। আজকের ম্যাচ পরিচালনা করে- রবি ও মেহেদী। আগামী ৮/১২/২০১৯ইং তারিখের ১ম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে নিউ মুনস্টার ক্লাব বনাম সুত্রাপুর স্পোর্টিং ক্লাব।