বগুড়ায় মাদক বিরোধে যুবক খুন
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় মাদক ব্যবসার বিরোধের জেরে রাস্তার উপর প্রকাশ্যে দিনের বেলায় ছুরিকাঘাত করে ভোলা শেখ (৩২) নামের এক যুবক খুন হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বগুড়া শহরের সত্যপীরতলা ঈদগাহ লেন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ভোলা বগুড়া সুলতানগঞ্জ পাড়া এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, সুলতানগঞ্জ পাড়া এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে ভোলা শেখ ও একই এলাকার মাহবুবের ছেলে নাইম হোসেন দুই জনই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। গত কয়েক দিন ধরে দু জনের মধ্যে মাদক নিয়ে বিরোধ চলছিলো। মঙ্গলবার দু’ গ্রুপের মধ্যে মারপিটও হয়। বুধবার বিকালে স্থানীয় ঈদগাহ লেনে ভোলার ওপর নাইম হামলা চালায়। তবে এসময় তার সঙ্গে কারা ছিলো সে বিষয়টি পুলিশ নিশ্চিত হতে পারেনি। ভোলার ওপর উপর্যপরী ছুরিকাঘাত করা হলে সে রাস্তার ওপরই পড়ে থাকে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার ওসি (তদন্ত ) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ভোলা এবং ঘাতক নাইম মাদক সেবী ও মাদক ব্যবসায়ী ছিল। মাদক সংক্রান্ত বিরোধে এ খুনের ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তীতে তদন্ত করে মূল ঘটনা উদঘাটন করা হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অপর এক ঘটনায় শহরের ঝোপগাড়ি এলাকায় দুপুরে নাহার সিএনজি এন্ড ফিলিং স্টেশনে রায়হান(৩০) নামে এক যুবক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছে। মটরসাইকেলে তেল ওঠানো নিয়ে বচসায় সে ছুরিকাঘাত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।