কাহালুর কাউড়া শ্যামল বাংলা সংস্থার সেলাই প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : শুক্রবার বগুড়ার কাহালুর কাউড়া তিনদীঘিহাট শ্যামল বাংলা সংস্থা (এস.বি.এস) এর আয়োজনে খেউনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেলাই প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামল বাংলা সংস্থা (এস.বি.এস) এর নির্বাহী পরিচালক মোছাঃ শাহানারা খাতুন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ওয়ারেছ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সামছুল আলম, বিশিষ্ট শিল্পপতি ও মানাধিকার কমিশন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সহকারি শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, সিঙ্গার বাংলাদেশ লিঃ এর বগুড়া জেলা ম্যানেজার রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শ্যামল বাংলা সংস্থা (এস.বি.এস) এর উপদেষ্টা আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামল বাংলা সংস্থা (এস.বি.এস) এর উপদেষ্টা জাকির হোসেন, ম্যানেজার রুবেল হোসেন, কাউড়া শাহানারা কেজি স্কুলের সহকারি শিক্ষক মাসুদ রানা, সেলাইপ্রশিক্ষণার্থী দেলেনা খাতুন প্রমূখ।